মেয়ে বালেগ হবার বয়সসীমা কত?

মেয়ে কখন বালেগা হয়?
মেয়েদের বালেগা হওয়ার আলামত?
মেয়ে সন্তান কখন থেকে প্রাপ্তবয়স্ক?
মেয়েরা কখন প্রাপ্তবয়স্ক হয়?
মেয়েদের কত বছর বয়স থেকে গুনাহ লেখা হয়?

নাবালিকা মেয়ে বালেগ হওয়ার নিদর্শন হল-
স্বপ্নদোষ বা মাসিক ঋতুস্রাব হওয়ার দ্বারা প্রমাণিত হবে। যদি তাদের মধ্যে এ ধরনের কোন নিদর্শন বা আলামত না পাওয়া যায়, তাহলে চন্দ্র মাসের হিসাবে পূর্ণ পনের বছর বয়সে উপনীত হওয়ার দ্বারা প্রাপ্ত বয়স্ক ধরা হবে।
আর যদি উপরে উল্লেখিত কোন আলামত আ নিদর্শন পাওয়া যায় তাহলে যখন থেকে পাওয়া যাবে তখন থেকেই প্রাপ্ত বয়স্ক বলে গন্য হবে। চাই বয়স পনের হোক বা না হোক। তবে ৯ বৎসর বয়সের পুর্বে কোন মেয়ে বালেগ বা প্রাপ্ত বয়স্ক হয় না। তাই, এ বয়সের পূর্বে কোন নিদর্শন পাওয়া গেলে, তা রোগ হিসেবে গণ্য হবে। লক্ষনীয় মেয়ে বালেগা বা প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথেই শরীয়তের যাবতীয় হুকুম পূর্ণরূপে প্রযোজ্য হবে।

-(হেদায়া: ৩য় খণ্ড, ৩৪১ পৃষ্ঠা, ফতওয়ায়ে দারুল উলূম: ৪র্থ খণ্ড ২২৬ পৃষ্ঠা)’

Exit mobile version