Q/A
মাসিক অবস্থায় কি আজানের জবাব দেওয়া যাবে কি
পিরিয়ড অবস্থায় কি আজানের জবাব দেওয়া যাবে এবং দূরুদে ইব্রাহিম পড়া যাবে?
মহিলারা মাসিকের সময় আযানের উত্তর দিতে পারবে।
এতে কোনো সমস্যা নেই।
হায়েজ, নেফাস, গোসল ফরজ থাকা অবস্থায় কুরআনে কারীম পড়া হারাম।
তবে যিকির,দোয়া সম্বলিত আয়াত,দ্বীনি কিতাব সমুহ পড়তে কোনো সমস্যা নেই।
(কিতাবুন নাওয়াজেল ৩/১১০)
হায়েজ নেফাস অবস্থায় দরুদ শরিফ পড়াও জায়েজ আছে।
আদদুররুল মুখতার ১/৫৩৬; ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৩৮