মেকআপ লাগালে কি রোজা ভেঙ্গে যাবে কি

মেকআপ লাগালে কি রোজা ভঙ্গ হবে? রমজান মাসে লিপস্টিক লাগালে কি রোজা ভেঙ্গে যায়, নাকি ইসলামী শরীয়তে এটা শুধুমাত্র ‘মাকরূহ’ (অপছন্দ)?

যেসব প্রসাধনী ত্বকে প্রয়োগ করা হয় সেগুলি পেটে না পৌঁছায় রোজা ভঙ্গ করে না, তাই একজন মহিলা তার ত্বকে মেকআপ এবং অন্যান্য জিনিস রাখতে পারেন। তবুও, মুসলিম মহিলার জন্য এটি এড়িয়ে চলাই উত্তম কারণ এই প্রয়োগ এবং প্রসাধনীর ব্যবহার লালসা উস্কে দিতে পারে। সাধারণত, একজন রোজাদার ব্যক্তি (পুরুষ বা মহিলা) সব সময় প্রার্থনায় নিয়োজিত থাকার চেষ্টা করে, তাই তাকে লালসা উস্কে দেয় এমন কিছু এড়িয়ে চলা উচিত। এই কারণে, রমজানের রোজার রাখার সময় একজন মুমিনের জন্য সুগন্ধি বা প্রসাধনী ব্যবহার করা বাঞ্ছনীয় নয়।

Exit mobile version