Madina Jan By Abu Ubayda Bangla Lyrics

Word, Tune & Performed by Abu Ubayda
Sound Design: Mh Tamim
Management: Mahmudul Hasan
Choreography & director Assist: Piash Mia
Director: Abu Hurayra
মদিনা জানরে মাদিনা প্রাণরে
মদিনার ধুলা মাখি আমার সারা গায়
অগো প্রভু কবুল করো
ও দয়াময় দয়া করো
দু চোখে নবি যেনো স্বপ্নে আমার আয়
জীবন জুড়ে একটাই চাওয়া
জান্নাতুল বাক্বিরই মাটির ঘরে ঠাঁই
শুয়ে শুয়ে নবির গায়ের
নির্রমল মিষ্টি সুঘ্রাণ যেন পাই ২
উঠবে সবাই কবর ফেরে
আমি থাকবো নবির ধারে
সাহাবা আজমাইনের সেই সে কাফেলায়
প্রানে রাসুল
জানে রাসুল
ধ্যানে রাসুলাল্লাহ
জীবনে রাসুল
মরনে রাসূল
পরাণ হাবিবাল্লাহ
প্রানে রাসুল
জানে রাসুল
ধ্যানে রাসুলাল্লাহ
ভাবে রাসুল
খাবে রাসল
পেয়ারা রাসুলাল্লাহ
কাল হাশরে দয়াল নবির
শাফায়াত পেয়ে গেলে চাই না কিছু আর
জান্নাতেরই বাগবাগিচায়
দেবো না একটি বারও নবিজির পিছু ছাড়
কেমন করে হাসবে নবি
তুলবো মনে সেই সে ছবি
দিন আমার যায় কেটে যায় এমন ভাবোনায়