লুকানো বেদনা মাহফুজ মামুন, “লুকানো বেদনা” গানটির পুনঃপ্রকাশ অন্য রকম একটি গান “লুকানো বেদনা”।
কন্ঠঃ লুকানো বেদনা
কথাঃ আব্দুল করিম সরকার
সুরঃ মাহফুজ মামুন
আর্টিস্টঃ আদনান আব্দুল্লাহ
হাসির আড়ালে লুকানো বেদনা
সে কথা কেউ জানেনা ||
বেদনার আগুনে মন যায় পুড়ে
হেসে হেসে বেদনাকে রাখি দূরে দূরে
হাসির মাঝেই আমি খুঁজি শান্তনা ||
শ্রাবণের ধারা বয় চোখেরও জলে
সেই জল মুছে ফেলি ফাগুনের ছলে
সুখের চাদরে ঢাকি সবটুকু যাতনা ||
আঁধারের বাঁকে বাঁকে জোনাকির আলো
চেয়ে দেখি তাই আমি এই বুঝি ভালো
ভুলে থাকি এরই মাঝে রাতের ঐ জোছনা ||