Q/A
লবণ দ্বারা খাবার শুরু করা সুন্নাত
অনেকেই বলে যে লবণ দ্বারা খাবার শুরু করা সুন্নাত এই বলে আগে একটু লবণ খায় তার পর খাবার খাওয়া খায়। খানার আগে লবন চেখে দেখা সম্পর্কিত একাধিক হাদীস বর্ণিত হয়েছে। কিন্তু তা নিতান্তই দুর্বল। যা দিয়ে সুন্নত প্রমাণ করা দুস্কর। তাই লবন দিয়ে খানা শুরু করাকে সুন্নত বলা থেকে বিরত থাকাই নিরাপদ।
তবে ফিক্বহের কিতাবে খানার শুরুতে লবন খাওয়াকে মুস্তাহাব বা সুন্নত বলা হয়েছে।
তাই আদব হিসেবে আমল করা যেতে পারে।কিন্তু হাকীকী সুন্নত বলাটা সমীচিন নয়।
(ইমদাদুল ফতওয়া, ৪/১১২)