মিছিলের সুর। আন্দোলনের গান। কন্ঠ দিয়েছেন Ikraam H Minaar ভাই। সুরটা নেয়া হয়েছে একটা বিখ্যাত চেচেন নাশীদ থেকে।
ফজরের নামায শেষে
লা ইলাহা ইল্লাল্লাহ
প্রস্তুত হয়ে নামবো মাঠে
লা ইলাহা ইল্লাল্লাহ
তাসবীহ হাতে, ঈমান বুকে
লা ইলাহা ইল্লাল্লাহ
কালেমা মুখে, কলবে কিতাব
লা ইলাহা ইলাল্লাহ
পাগড়ি বেঁধে, স্বপ্ন চোখে
লা ইলাহা ইল্লাল্লাহ
সিলাহ নিয়ে, মিসওয়াক বুকে,
লা ইলাহা ইল্লাল্লাহ
বিদায় মাগো, যুদ্ধে যাবো
লা ইলাহা ইল্লাল্লাহ
তোমার মুখে হাসি ফোটাবো
লা ইলাহা ইল্লাল্লাহ
বুকের ভেতর আলো জ্বেলে
লা ইলাহা ইল্লাল্লাহ
মুঠোর ভেতর আগুন নিয়ে
লা ইলাহা ইল্লাল্লাহ
জেগে উঠো ছাত্রজনতা
লা ইলাহা ইল্লাল্লাহ
জালিম যাবার পথ পাবে না
লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা
লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
নবী কে, নেতা কে
লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
রেহান থেকে আবরার ফাহাদ
লা ইলাহা ইলাল্লাহ
আসবে ওরা ফিরে বারবার
লা ইলাহা ইলাল্লাহ
আবরার থেকে আবু সাইদ
লা ইলাহা ইল্লাল্লাহ
তৈরি হচ্ছে লাখো শহীদ
লা ইলাহা ইল্লাল্লাহ
বদর, উহুদ খন্দক মুতা
লা ইলাহা ইল্লাল্লাহ
ইতিহাস মোর হাতের মুঠোয়
লা ইলাহা ইল্লাল্লাহ
হামযা, খালিদ সালাহ-উদ্দীন
লা ইলাহা ইল্লাল্লাহ
আমাদের কে হারাবে?
লা ইলাহা ইল্লাল্লাহ
যালিম যদি ঘিরে ধরে
লা ইলাহা ইল্লাল্লাহ
তবু মুসলিম ভয় কি তোমার
লা ইলাহা ইল্লালাহ
ভয় করি না বুলেট বোমা
লা ইলাহা ইল্লাল্লাহ
সামনে বাড়ো, জান্নাত খোলা
লা ইলাহা ইল্লাল্লাহ
আকাশ ফুড়ে উঠবো আমরা
লা ইলাহা ইল্লাল্লাহ
সরিয়ে দেবো পাহাড়কে আজ
লা ইলাহা ইল্লাল্লাহ
সমুদ্রের চেয়ে প্রবল হয়ে
লা ইলাহা ইল্লাল্লাহ
ঝড়ের মতো আসবো মোরা
লা ইলাহা ইল্লাল্লাহ
পৃথিবীকে কাঁপিয়ে দেবো
লা ইলাহা ইল্লাল্লাহ
এই দাবানল রুখবে কে আজ
লা ইলাহা ইল্লাল্লাহ
টেকনাফ থেকে তেতুলিয়া
লা ইলাহা ইল্লাল্লাহ
তোর সময় শেষ খুনি হাসিনা
লা ইলাহা ইল্লাল্লাহ
তিতুমীর থেকে শাহা-জালাল
লা ইলাহা ইল্লাল্লাহ
গাজনাভী থেকে শারিয়া-তুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
হুশিয়ার মোদির ছেলেরা
লা ইলাহা ইল্লাল্লাহু
লক্ষণ সেনের সন্তানেরা
লা ইলাহা ইল্লাল্লাহ
হিন্দের দুর্গ দখল করব
লা ইলাহা ইল্লাল্লাহ
শুরু সবে গাজওয়া মোদের
লা ইলাহা ইল্লাল্লাহ
ওহে মুমিন উঠে দাড়াও
লা ইলাহা ইল্লাল্লাহ
ইতিহাস ডাকছে তোমায়
লা ইলাহা ইল্লাল্লাহ
হকের পথে ভয় কি আর
লা ইলাহা ইল্লাল্লাহ
এ দুনিয়া তো ধ্বংস হবার
লা ইলাহা ইল্লাল্লাহ
ইনকিলাব ইনকিলাব
লা ইলাহা ইল্লাল্লাহ
ইন্তিফাদা ইন্তিফাদা
লা ইলাহা ইল্লাল্লাহ
এই দ্বীন আমার, যমীন আমার
লা ইলাহা ইল্লাল্লাহ
বিজয় মোদের হবেই হবে,
লা ইলাহা ইল্লাল্লাহ
হয় শরীয়াহ, নয় শাহাদাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
রক্ত দিয়ে লিখে দিলাম
লা ইলাহা ইল্লাল্লাহ