কারো কিছু পড়ে গেলে সেটি যদি আপনি কুড়িয়ে পান বা খুজে পান, তাহলে আপনার উচিত হবে সেটা যদি মূল্যবান বস্তু হয় তাহলে তার মালিককে খুজে বের করার জন্য যত চেষ্টা হতে পারে, যেমন ঘোষণা দেয়া, লিফলেট লিখে লাগিয়ে দেয়া, ঘোষণা পত্র বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়া। বিভিন্ন ভাবে মানুষের মাঝে প্রচার করা উচিত, যে আমি উমুক জিনিস পেয়েছি তিনি যেন সেই জিনিস নিয়ে যায়।
যদি কোন ভাবে আপনি কাউকে খুজে না পান, দীর্ঘদিন চেষ্টা করার পর যদি আপনি মালিক খুজে না পান, সে ক্ষেত্রে এই বস্তুটি আপনি মালিকের পক্ষ থেকে আপনি দান করে দিতে পারেন।
আর বিষয়টি খুব তুচ্ছ হয় সাধারণ কিছু হয়, যেমন ১০ টাকা বা ২০ টাকার নোট এরকম কিছু যদি হয় খুব আল্প স্বল্প জিনিস হয় তাহলে সেটি নিয়ে আপনার ব্যাপক ভাবে ঘোষণা দেয়া আবশ্যক নয়, যদি খুজে পান আলহামদুলিল্লাহ্ ভাল আর যদি খুজে না পান তাহলে আপনি ভক্ষন করতে পারবেন যদি অভাবী মানুষ হন।