কুড়িয়ে পাওয়া
সপ্তাহে অন্তত একটা দিন একটু ভিন্ন ভাবে কাটাতে পারি।
যদি আপনার নামাজ নিয়মিত না হয়, তবে একদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফজর থেকে শুরু করে জামাতে পড়তে পারেন।
সপ্তাহে কোন একটা দিন মনস্থির করলেন আপনি সারাদিন অযু অবস্থায় থাকবেন। আর যদি কখনো সুযোগ হয় অজুর পরে দুই রাকাত নামাজ।
কোন একটা দিন সকালে উঠে সংকল্প করলেন, আজকে দিন আমি সারাদিন কারো কোন গীবত করবো না।
কোন একটা দিন আপনি কঠিনভাবে সিদ্ধান্ত নিলেন আজকে সারাদিনে আপনার দুচোখে আপনি কোন গুনাহ করবেন না। না পথে ঘাটে, না নিজের পরিচিত পরিবেশে, না ফেসবুকে, না ইউটিউবে, না প্রকাশ্যে না গোপনে।
সপ্তাহের কোন একটা দিনে রোজায় কাটাতে পারেন, সোম অথবা বৃহস্পতি।
একটা দিন পুরোটা দিন কাটুক মিথ্যা বলা ছাড়া। খুব ছোটখাটো মিথ্যাও না, হাসির ছলেও না ।
যদি সপ্তাহের একদিন সম্ভব না হয়, পনের দিনে একদিন, অথবা মাসে একদিন। চেষ্টা করে দেখতে পারেন । আপাতদৃষ্টিতে মনে হতে পারে কাজগুলো খুব কঠিন। অথচ আমাদের মাঝে এমনও লোকজন আছে যে এসব প্রতিদিনের নিয়মিত অভ্যাস। আল্লাহ আমাকে এবং আমাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করুন ।
আপনার কাছে মনে হতে পারে, আমি আপনাকে শৃঙ্খলা বদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। না না সেটা একদমই না, আমি বরং আপনাকে শৃংখল থেকে মুক্ত করার চেষ্টা করছি, শয়তানের শৃংখল থেকে । এ এমন এক কয়েদি, সে বুঝতেও পারে না যে সে কয়েদি।
শয়তানের শৃঙ্খলে থেকে আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে আপনি ভালো আছেন, আপনি আসলে ভালো নেই । শরীর যেমন কাজ করতে করতে করে ক্লান্ত হয়। গুনাহ করতে করতে আমাদের অন্তরও ক্লান্ত হয়। আপনি আপনার সেই অতৃপ্ত ক্লান্ত আত্মার খোঁজ রাখেন না।
আপনার পরিচিত জগতের বাইরেও একটা জগত আছে । সে জগতে একবার ডুব দিয়ে দেখুন, গোপনে অনবরত চোখের জল পড়বে, আরো আগে কেন আপনি ফিরেননি, এই আফসোসে ।
কিছু মানুষ, খুব অল্প কিছু মানুষ স্রোতের বিপরীতে জগতের সব গুনাহের ভোগ বিলাস ছেড়ে কিছু একটা নিয়ে পড়ে আছে। কি সেটা, জানতে চেয়েছেন কখনো?
সামনের বরকতময় মাসের ফায়দা লুটে নিতে এমন অভ্যাস গড়ে তোলা যেতে পারে। বিশেষ করে রোযা রাখা+ ফোন থেকে দূরে থাকা। একদিনের জন্য প্রতিজ্ঞবদ্ধ হোন, ‘আজ সারাদিন ফেসবুক+ইউটিউব+ ইন্সটা ইত্যাদিতে যাবো না’
অতঃপর এক দিনের জায়গায় দুই, দুয়ের স্থলে তিন করে স্বভাব গড়ে তুলুন। আর নিয়ত করুন, ‘এইসবই আমার রবের নিকটবর্তী হবার জন্য‘ ‘জানেন তো বান্দা এক কদম এগিয়ে গেলে মালিক এক বিঘত আগান’ উপরন্তু, নিয়তেই বরকত।