কোন মহামারীকে আর ভয় করি না বাংলা গজল লিরিক্স
Singer: Gazi Anas Rawshan
Lyric & Tune: Atikul Islam
Production: Heaven Tune Studio Live
Director: Gazi Anas Rowshan
Cinematography: Alam Morshed
Calligraphy: Abdul Kadir Hawlader
Record Label & Composition : Heaven Tune Studio Live
Production: Heaven Tune Studio Live
ইয়া আল্লাহ
কোন মহামারীকে আর ভয় করিনা-
ভয় করিনা গো প্রভু মরণে,–
শুধু এইটুকু ভয়, যদি চলে যেতে হয়।
কী নিয়ে দাঁড়াবো তোমার সামনে।
কোন মহামারীকে আর ভয় করিনা-
ভয় করিনা গো প্রভু মরণে,–
শুধু এইটুকু ভয়, যদি চলে যেতে হয়।
কী নিয়ে দাঁড়াবো তোমার সামনে।
প্রভু মু’মিন না, করে আমায় ডাক দিও না।
কঠিন আযাবে আমায় ফেলে দিও না — ২
ইয়া রাহমান
সুখে থাকতে মাবুদ ভুলেছি তোমায়।
মেতেছি উল্লাসে পাপের খেলায়।
বেখেয়ালী ছিলাম বড় দ্বীনের কাজে,
ভুল পথে হেঁটেছি যে, সকাল সাঁঝে।
অনুতাপে আজ এই মন পুড়ে যায়, -২
ওগো মালিক ক্ষমা কর না—-
প্রভি মু’মিন না করে আমায় ডাক দিওনা–
কঠিন আযাবে আমায়, ফেলে দিওনা —
প্রভি মু’মিন না করে আমায় ডাক দিওনা–
কঠিন আযাবে আমায়, ফেলে দিওনা —
মাওলা
যাকে তুমি ধরো তার থাকেনা উপায়।
করলে রহম তুমি, কাটে তার ভয়।
জীবনের এই যে শেষ, বেলাতে এসে,
কাঁদছি তোমার দয়া পাওয়ার আসে।
ভুলগুলো আজ করে দিয়ে ফুল, -২
তোমার আপন করে নেও না—
প্রভু মু’মিন না করে আমায় ডাক দিও না–
কঠিন আযাবে আমায় ফেলে দিওনা —
প্রভু মু’মিন না করে আমায় ডাক দিও না–
কঠিন আযাবে আমায় ফেলে দিওনা —
কোন মহামারীকে আর ভয় করিনা-
ভয় করিনা গো প্রভু মরণে,–
শুধু এইটুকু ভয়, যদি চলে যেতে হয়।
কী নিয়ে দাঁড়াবো তোমার সামনে।
প্রভু মু’মিন না, করে আমায় ডাক দিও না।
কঠিন আযাবে আমায় ফেলে দিও না — ২