Writing
কোন সাহাবী ইন্তেকালের পর মৌমাছিরা তাঁর শরীর রক্ষা করে
তাঁর নাম আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। আর-রাজী অভিযানে তিনি শাহাদাতবরণ করেন। তিনি এবং তাঁর দল বিশ্বাসঘাতকতার শিকার হন! অমুসলিমদের সাথে যুদ্ধ চালিয়ে যান এবং আল্লাহর কাছে দু’আ করেন- “হে আল্লাহ! দিনের প্রথমভাগে আমি আপনার দ্বীন রক্ষা করেছি, দিনের শেষভাগে আপনি আমার দেহ রক্ষা করুন।”
অর্থাৎ, তিনি শাহাদাতবরণ করলে কাফিররা যেন তার শরীর কিছু করতে না পারে।
যুদ্ধ করতে করতে তিনি শহীদ হন। আল্লাহ মৌমাছি প্রেরণ করে তার দেহ রক্ষা করেন। কাফিররা ইন্তেকালের পর তার শরীর স্পর্শ করতে পারেনি।
এজন্য ইন্তেকালের পর তাকে ডাকা হতো ‘হামিউদ দাবার‘।