Q/A
কিছু হারিয়ে গেলে মসজিদের মাইক দিয়ে প্রচার করা কি জায়েজ
গ্রামের বা মহল্লার কারো কোনো মূল্যবান বস্তুু হারিয়ে গেলে মসজিদের মাইক দিয়ে সংবাদ প্রচার করা হয় এই কাজটা কি জায়েজ হবে।
মসজিদের বাইরে পাওয়া বা হারিয়ে যাওয়া বস্তুর এলান মসজিদে এসে করা বৈধ নয়। হাদীস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। মসজিদের বাইরে হারানো বা পাওয়া বস্তুর এলানের জন্য মসজিদের মাইক ব্যবহার করাও বৈধ নয়।
– সহীহ মুসলিম, হাদীস : ৫৬৮; উমদাতুল কারী ৮/১৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৫৯; মাআরিফুস সুনান ৩/৩১৩; ফাতহুল কাদীর ৫/৩৫২; বেনায়াহ ৯/৪৬৫; রদ্দুল মুহতার ১/৬৬০
তিরমিযী শরীফ, খন্ড: 1, পৃষ্ঠা: 50
নাসাঈ শরীফ, খন্ড: 1, পৃষ্ঠা: 79
আবূ দাউদ শরীফ, খন্ড: 1, পৃষ্ঠা: 69
আরফুশ শাযী, খন্ড: 1, পৃষ্ঠা: 50
ফাতাওয়া আলমগীরী, খন্ড: 1, পৃষ্ঠা: 54