Writing

ক্ষমা

কমন মিস্টেকস ইন রামাদান – ক্ষমা

রমজান মাসে বেশিরভাগ মানুষ সাধারণত যে ভুলগুলি করে থাকে তার মধ্যে একটি হলো পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং অন্যান্যদের সাথে তাদের বিরোধ এবং তর্ক তারা বজায় রাখে, এমনকি রমজান মাসেও। তারা রমজান মাসকে সম্পর্কের চিড় দূর করার, মানুষকে একত্রিত করার, অন্যদের সাথে তাদের সম্পর্কের অন্তর্নিহিত সমস্যা সমাধানের সুযোগ হিসেবে গ্রহণ করে না না। এই মাসের রহমত ও বরকতকে কাজে লাগিয়ে তারা পুঞ্জিভূত রাগ এবং অভিমানের ইতি টানে না, বরং সম্পর্কের টানাপোড়নের এই ক্ষত বয়ে বেড়ায় এমনকি রমজান মাসেও।

আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যেন এমন লোকদের অন্তর্ভুক্ত হয়ে রমজান মাসে প্রবেশ করতে পারি যাদের ক্ষমা করা হয়েছে, এবং যারা ক্ষমা করতে ইচ্ছুক। দেখুন, কে সঠিক, আর কে বেঠিক – এ নিয়ে তর্ক সব সময় থাকবে। এই মাসে আপনি, আমি – আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে যাচ্ছি।

আপনি এবং আমি একজন মুসলিম পুরুষ বা মহিলা হিসাবে, কোন সাহসে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলব,
আল্লাহুম্মাগ ফিরলি‘ – হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, আমার উপর আপনার রহমত বর্ষন করুন, যখন কিনা আমরা আমাদের মুসলিম ভাই বা বোনকে ক্ষমা করতে পারছি না। আপনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যখন কাউকে দেখলেই আপনার মনে হয় – সে আপনার সাথে অন্যায় করেছে, আপনি কখনোই তাকে ক্ষমা করতে পারবেন না। ‘মনে হয়’ কথাটা বললাম কারণ অন্য পক্ষেরও ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে।

ধরুন আপনি বলছেন – তারা আমার সাথে যেভাবে কথা বলেছে, যেরকম আচরণ করেছে, বা আমার থেকে যা কিছু নিয়েছে তা আমি কখনোই ভুলতে পারবো না, এবং কখনোই ক্ষমা করব না, আবার একই নিঃশ্বাসে আপনি বলছেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন – তাহলে ব্যাপারটা কেমন হলো? এক্ষেত্রে আমাদের এই হাদিসটি মনে রাখা অপরিহার্য –

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
আল্লাহ্‌ তা‘আলা দয়ালুদের উপর দয়া ও অনুগ্রহ করেন। যারা যমীনে বসবাস করছে তাদের প্রতি তোমরা দয়া কর, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। দয়া রাহমান হতে উদগত।
[তিরমিজি: ১৯২৪]

দেখুন আরবি ভাষায় রাহমাহ শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ এবং অনন্য। রাহমাহ এর অর্থ হল আপনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রয়েছে, কেউ আপনার সাথে অন্যায় করেছে এবং আপনি এর বদলা নিতে সক্ষম, কিন্তু তারপরও আপনি তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ আর-রহমান, এই কারণে নয় যে তিনি আমাদের সবাইকে তাঁর রহমত দান করেন, বরং যারা তাঁকে ছাড়া অন্য কারো উপাসনা করছে, যারা তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তাকে অবিশ্বাস করেছে, তিনি তাদের জন্যও জীবিকা সরবরাহ করেন যদিও তারা এর অযোগ্য।

কাজেই কেউ আপনার ক্ষমার যোগ্য কিনা, আপনার অবস্থানে থাকলে সে আপনাকে ক্ষমা করতো কিনা সেটা বিবেচ্য বিষয় নয়, বিবেচ্য বিষয় হলো আপনার এবং আল্লাহর মধ্যে সম্পর্ক। এই রমজান মাসে হে আল্লাহ আপনি আমাদের তৌফিক দিন যেন আমরা অন্যদের ক্ষমা করতে পারি, এবং অন্যদের কাছে ক্ষমা চাইতে পারি। এটা নিরাময়ের মাস, শুধু আপনার এবং আল্লাহর মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে নয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার এবং অন্যদের মধ্যে সম্পর্কর ক্ষেত্রেও।

মূল: শাইখ ওয়ালীদ বাসাইউনি

লিখেছেন

Picture of ফাহমিনা হাসানাত

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture