সন্তানের বয়স কত বছর হলে তাকে আলাদা বিছানা দিতে হবে।
হাদিসের ভাষ্য অনুযায়ী, শিশুর বয়স যখন দশ বছর হবে, তখন তাকে আলাদা বিছানায় বা আলাদাভাবে ঘুমানো আবশ্যক। একসাথে বা এক বিছানায় রাখা যাবে না।
যদিও বাবার সাথে ছেলে এবং মায়ের সাথে মেয়েকে ঘুমাতে পারে। তবে এই ক্ষেত্রেও, যদি আপনার সন্তানকে আলাদা ব্যবস্থার সুযোগ থাকে, তবে আপনার একসাথে থাকা উচিত নয়।
কোনো কোনো বর্ণনায় সাত বছরের কথাও বলা হয়েছে। সাত বছর বয়সের পরই বিছানা আলাদা করা একটি সতর্কতা। তবে সর্বোচ্চ দশ বছরের শিথিলতা রয়েছে। দশ বছর পর বিছানা আলাদা করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও না করলে পাপ হবে। আমাদের সমাজে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেন না যা সরাসরি সুন্নাহ বিরোধী।
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا، وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ»
‘আমর ইবনু শু‘আইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদেরকে সলাতের জন্য নির্দেশ দাও। যখন তাদের বয়স দশ বছর হয়ে যাবে তখন (সলাত আদায় না করলে) এজন্য তাদেরকে মারবে এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দিবে।
[সুনানে আবু দাউদ:৪৯৫, মুসনাদে আহমাদ:৬৬৮৯, সুনানে দারা কুতনী:৮৮৮]
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ” لَا يَنْظُرِ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا تَنْظُرِ الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِ الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي الثَّوْبِ، وَلَا تُفْضِ الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ
হযরত আব্দুর রহমান বিন আবী সাঈদ তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক পুরুষ অন্য পুরুষের সতরের দিকে দৃষ্টি দিবে না, এক নারী অন্য নারীর সতর দেখবে না। এক পুরুষ অন্য পুরুষের সাথে একই চাদরের নিচে শোবে না এবং এক নারী অন্য নারীর সাথে একই কাপড়ের নিচে শোবে না।
[মুসনাদে আহমাদ:১১৬০১]
عَبْدُ الْمَلِكِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا بَلَغَ أَوْلَادُكُمْ سَبْعَ سِنِينَ فَفَرِّقُوا بَيْنَ فُرُشِهِمْ
আব্দুল মালিক বিন রাবী বিন সাবরাহ পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যখন সন্তানের বয়স সাত বছর হয়, তখন তার বিছানা আলাদা করে দাও।
[সুনানে দারা কুতনী:৮৮৬, মুস্তাদরাক আলাস সহীহাইন:৭২১]
(وَلَا يَجُوزُ لِلرَّجُلِ مُضَاجَعَةُ الرَّجُلِ وَإِنْ كَانَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا فِي جَانِبٍ مِنْ الْفِرَاشِ) قَالَ – عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ – «لَا يُفْضِي الرَّجُلُ إلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَلَا تُفْضِي الْمَرْأَةُ إلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ» وَإِذَا بَلَغَ الصَّبِيُّ أَوْ الصَّبِيَّةُ عَشْرَ سِنِينَ يَجِبُ التَّفْرِيقُ بَيْنَهُمَا بَيْنَ أَخِيهِ وَأُخْتِهِ وَأُمِّهِ وَأَبِيهِ فِي الْمَضْجَعِ لِقَوْلِهِ – عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ – «وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ» (الد المختار مع رد المحتار-3/382
নরওয়েজিয়ান ডিপার্টমেন্ট অফ ম্যাটারনাল পাবলিক হেলথের শিশু ও মা অধ্যয়ন সংক্রান্ত একটি প্রতিবেদনে, গবেষকরা সুপারিশ করেছেন যে ১৮ মাস বয়সের পরেই তাদের আলাদা বিছানায় ঘুমাতে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, ১৮ মাস পর বাবা-মায়ের সঙ্গে একই বিছানায় ঘুমালে শিশুদের ঘুমের পরিমাণ কমে যায়। ফলে শিশুরা দিনের বেলায় অস্বস্তিতে পড়ে। (বাংলা নিউজ২৪)
বিশেষ করে মেয়েরা সাধারণতঃ ছেলেদের তুলনায় আগে প্রাপ্তবয়স্ক হয়। মেয়েরা প্রায় ৯-১০ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হতে পারে। তাই এক্ষেত্রে মেয়েদের ব্যাপারে আরও সতর্ক হওয়া প্রয়োজন।