খাওয়ার আগে-পরে লবণ মুখে দেয়া সুন্নত’ এ কথা ভিত্তিহীন। এ বিষয়ে কোনও সহিহ হাদিস নাই।
তবে একটি অগ্রহণযোগ্য হাদিস আলী (রা.) থেকে বর্ণিত হয়েছে।
يَا عَلِيُّ عَلَيْكَ بِالْمِلْحِ فَإِنَّهُ شِفَاءٌ مِنْ سَبْعِينَ دَاءً الْجُذَامُ وَالْبَرَصُ وَالْجُنُونُ
‘রাসূল (সা.) বলেন, হে আলী! তুমি লবণ খাও। কেননা তা সত্তরটি রোগ থেকে শিফা দান করে। তন্মধ্যে, কুষ্ঠ রোগ, ধবল রোগ পাগলামী রয়েছে।’
[আললাআলীল মাসনুয়া২/১৭৯]
এই হাদিসটি বর্ণনা করার পর ইবনুল জাওযী (রহ.) তার কিতাবে লিখেন,
‘এই হাদিসটি রাসূল (সা.) থেকে প্রমাণিত নয়। এই হাদিসের সনদে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে আমের ও তার পিতা রয়েছে। তারা মিথ্যার অভিযোগে অভিযুক্ত। তারা আহলে বাইত থেকে অনেক বাতিল রেওয়ায়েত বর্ণনা করেছেন।’ [আল মাওজুয়াত, ইবনুল জাওযী, ২/২৮৯]
কাজেই খাবার আগে ও পরে লবণ খাওয়া সুন্নত- এটি সহিহ সূত্রে বর্ণিত নয়। তাই একে সুন্নত বলে প্রচার করার কোনো সুযোগ নেই।