কান্নার রোল আজ নয়তো কাল যাবে কেউ এই সুন্দর ইসলামিক গজলটি গেয়েছেন আবু উবায়দা গেয়েছেন।Lyric, Tune & Music Producer: Abu UbaydaChoreographer: Piash MiaDirector Assist: Anas AhmedDirector: H Al HaadiBackscreen Films আজ নয়তো কাল যাবে কেউকেউ গেছে গত পরশু দিনেওএই পৃথিবী ক্ষণস্থায়ীথাকার যায়গা নাকিসের এতো অহমিকারক্তচক্ষু অগ্নি শিখাদম ফুরাইলে কবরছাড়া যায়গা হবে না।বেচে থাকার কালেকত বন্ধু পেয়েছিলেসময় নদীর স্রোতেমায়া প্রীতিকে হারালে,আড়াল হলো যেদিনএই ধুম্র জালের জড়াভালোবাসার ঘরেএক নামলো মহা খরা,চৌদিকে যারা ছিলোতার সিকিভাগ আজ নেইমায়া কান্নার রোল আরকালকেই রবে না।নেক আমলে ভরপুরযদি হয় তোমার জীবননেই কিছু দরকারআর এটাই আসল ধন,বদ আমলের পাল্লাযদি কিছুতে হয় ভারীযতই বড় হওনা কেনোআদতে আনাড়ি,জাহান্নামের আগুনপুড়ে খাবে দেহ অন্তরযন্ত্রনাদায় পথ এককেনো মন বোঝ না!