আমার আংকেল ইন্তেকাল করেছেন আজ ১০ দিন হল। দাফনের সময় তার কাফনের উপর একটি ফড়িং বসেছিল। পরে ফড়িংটাকেও লাশের সাথে দাফন করা হয়েছিল।
পরে সবাই বলছিল যে, আসলে ফড়িংটা একজন ফেরেশতা ছিল। যে ফড়িং-এর রূপ ধারণ করে এসেছিল। জিনিসটা কি তা বিস্তারিত জানতে চাই।
উত্তর:
দুআ করি, মহান আল্লাহ যেন আপনার আংকেলকে ক্ষমা করেন। সেই সাথে ঐ লোকগুলোকেও ক্ষমা করেন এবং হেদায়েত করেন যারা একটা নিরীহ ফড়িংকে ধরে ফেরেশতা মনে করে আপনার আংকেলের সাথে কবর দিয়েছে।
এটি একটি জাহিলিয়াত পূর্ণ কাজ হয়েছে। কে তাদেরকে জানালো যে ওই ফড়িংটা ফেরেশতা ছিল? আর ফেরেশতা হলে কি তারা তাকে ধরতে পারত?
কবর দেয়া তো দূরে থাক। আশ্চর্য মানুষের জ্ঞান-বুদ্ধি!
আল্লাহ সকলকে ক্ষমা করুন।
আমিন।