Joto Din Gaibo যত দিন গাইবো a soulful Nasheed are penned by Abdul Mannan Iqbal & Ahmod Abdullah, sung by Ahmod Abdullah.
Joto Din Gaibo
by Ahmod Abdullah
Lyrics & Tune : Abdul Mannan Iqbal & Ahmod Abdullah
Mix & Mastering : Mustafiz RS
Additional Vocal : Masum Billah
Record : jakir Hussain
Record Lebel : Feel Studio
Video Director : Motiur Rahman Enam
GFX : Nawaz Marjan
যত দিন গাইবো আমি
শত সহস্র গান
আমার এই সকল গানে
থাকবে শিরোনাম আল্লাহর নাম
থাকবে না আধারে, কারো কোন চোখ
ফিরিয়ে নিবে সে আলোর পথে মুখ
সুরে সুরে আল্লাহর কথা যাব বলে,
ঈমানের নূরে প্রান উঠবে জ্বলে ||
যতদিন লিখবো আমি
শত সহস্র গান।
আমার এই সকল গানে
থাকবে শিরোনাম আল্লাহর নাম ||
এই কন্ঠ তাহার দান
আর তার দেয়া আহসান
তাই কন্ঠে তুলে নাও
আর তাহার গুন গান
এই কন্ঠ তাহার দান ||
আল্লাহ
আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আফুরান
এই কন্ঠ তোমার দান ||
হাটবেনা বিপথে কভু কারো দিল