তাৎক্ষণাৎ জরুরি ভিত্তিতে দুআ কবুল হওয়ার কোন দুআ আছে বলে আমার জানা নেই। তবে দুআ কবুলের যে সকল স্থান, পদ্ধতি ও সময় রয়েছে সেগুলো খেয়াল রেখে দুআ করলে আল্লাহ যদি চান তাহলে তাৎক্ষণতাৎ দুআ কবুল হবে।
দুয়া কবুলের আশা ব্যঞ্চক কয়েকটি গুরুত্বপূর্ণ সময় ও ক্ষেত্র:
১. রাতের শেষ তৃতীয়াংশে।
২. আজানের সময় অথবা আজান ও ইকামতের মধ্যবর্তী সময়।
৩. লাইলাতুল কদরে।
৪. আরাফাত দিবসে।
৫. রোযা অবস্থায়-বিশেষ করে ইফতারের পূর্ব মূহুর্তে।
৬. সফর অবস্থায়
৭. বৃষ্টি বর্ষণের সময়
৮. সিজদা অবস্থায়।
৯. সালাতের শেষ তাশাহহুদে বসে।
১০. নির্যাতনের শিকার বা বিপদের মূহুর্তে।
১১ যে কোন নেকীর কাজ করার পরে। যেমন, সালাত আদায়, কুরআন তিলাওয়াত, দান-সদকা ইত্যাদি।
১২. পিতামাতার দুআ।
حديث سهل بن سعد مرفوعاً : أن النبي صلى الله عليه وسلم قال : ( ثنتان ما تردان : الدعاء عند النداء ، وتحت المطر ) رواه الحاكم في “المستدرك” (2534) والطبراني في “المعجم الكبير” (5756) وصححه الألباني في “صحيح الجامع” (3078 )