Q/A
জন্মদিনে উইশ করার বিষয়টা নিয়ে ইসলামের মতামত কি
মানুষ মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করে থাকে এবং নেক কাজের প্রতি উৎসাহ প্রদান করা সওয়াবের কাজ। তবে কোন মানুষ যদি কোন মানুষকে গুনাহের কাজে উৎসাহ প্রদান করে বা উইশ করে তাহলে যে ব্যক্তি গুনাহের কাজ করবে তারও গুনাহ হবে এবং যে উইশ করবে তারও গুনাহ হবে।
আর আমরা সকলেই জানি জন্মদিন এটা ইসলামিক কোন সংস্কৃতি নয় এটা একটি বিজাতীয় সংস্কৃতি অতএব জন্মদিন পালন করা জায়েজ নেই।
কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি যে জাতির আনুরূপ্য অবলম্বন করবে, সে ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত।” (সহীহুল জামে হা/ ৬০২৫)
অতএব জন্মদিন উপলক্ষে কাউকে উইশ করাও জায়েজ নেই।