জিলহজ মাসের চাঁদ উঠার পর হাস-মুরগী জবাই করা যাবে কি
যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছে করে তার জন্য জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানির পশু জবেহ হওয়া পর্যন্ত নখ, চুল, শরীরের অতিরিক্ত পশম, চামড়া ইত্যাদি কাটার ব্যাপারে একাধিক হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। তাই এ সময়ের মাঝে এগুলো থেকে বিরত থাকা জরুরি।
কিন্তু এই সময়ের মাঝে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি জবেহ করা যাবে না অথবা এ ক’ দিন আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না বরং নিরামিষ খাবার খেয়ে থাকতে হবে, আতর-সুগন্ধি ব্যবহার করা যাবে না ইত্যাদি কথাবার্তা দলিল বহির্ভূত ও কুসংস্কার।
সুতরাং মেহমানদের উদ্দেশ্যে বা নিজের প্রয়োজনে গোস্ত খাওয়ার জন্য এই সময়ের মাঝে গরু, ছাগল, হাঁস মুরগি, পাখি ইত্যাদি হালাল প্রাণী জবাই করা, গোশত রান্না করে খাওয়া, আমিষ জাতীয় খাবার খাওয়া, আতর-সুগন্ধি ব্যবহার করা ইত্যাদিতে কোন বাধা নেই।
অনুরূপভাবে এ সময়ের মাঝে নতুন জামা কাপড় পরিধান করা ও স্ত্রী সহবাসে লিপ্ত হওয়ায়ও কোন অসুবিধা নাই। কেননা, এ সব ব্যাপারে হাদিসে কোনরূপ নিষেধাজ্ঞা আসে নি।
আল্লাহু আলাম।