Jele Vore Julom kore Bangla Gojol Lyrics
জেলে ভরে জুলুম করে বাংলা গজল কভার করেছেন আহমাদ ফাইয়াজ,
Nasheed: ❝জেলে ভরে জুলুম করে❞
Lyrics & Tune: Abdus Salam
Singer: Ahmad Faiyaaz
Record Label: Ummah Studio
Sound Design: Usama Mahdi
Video: Adnan Hasan
জেলে ভরে জুলুম করে এ মন ভাঙ্গা যাবে না,
অত্যাচারের শিকল দিয়ে এ মন বাঁধা যাবে না, |||
মোরা শক্ত হবো সীসার মত,
আসবে বিপদ বাধাঁ যত, ||
লক্ষ প্রানের ঘুম ঝরাবো,
ধিক পরাজয় মানবো না ||||
হতাস কেনো বন্ধু তুমি ,
বরং শপথ নাও,
আনতে সুদিন কণ্ঠে তোমার ,
বিপ্লবী গান গাও ||
শহিদেরা আজ তাকিয়ে আছে,
পিছপা হওয়া যাবে না,
অত্যাচারের শিকল দিয়ে
এ মন বাঁধা যাবে না।
মোরা শক্ত হবো সীসার মত,
আসবে বিপদ বাধাঁ যত, ||
লক্ষ প্রানের ঘুম ঝরাবো,
ধিক পরাজয় মানবো না ||||
শহিদানের এই কাফেলা
চলবে অবিরাম,
আসুক যত বিপদ বাধাঁ,
হোক যত বদনাম, ||
শহিদেরা আজ তাকিয়ে আছে,
ভেঙ্গে পড়া যাবে না,
অত্যাচারের শিকল দিয়ে
এ মন বাঁধা যাবে না।
মোরা শক্ত হবো সীসার মত,
আসবে বিপদ বাধাঁ যত, ||
লক্ষ প্রানের ঘুম ঝরাবো,
ধিক পরাজয় মানবো না ||||
জেলে ভরে জুলুম করে এ মন ভাঙ্গা যাবে না,
অত্যাচারের শিকল দিয়ে এ মন বাঁধা যাবে না, |||
লক্ষ প্রানের ঘুম ঝরাবো,
ধিক পরাজয় মানবো না ||||