যেই দোয়া জাহান্নাম থেকে মুক্তি পেতে সহায়তা করে!
রাসুলে আকরাম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর লাইফ এক্টিভিটিস অথবা হাদিসের মাধ্যমে ছোট্ট কিন্তু অগণিত ফজিলতে ভরপুর বিভিন্ন ধরনের আমলের সন্ধান পাওয়া যায়। তিনি তাঁর উম্মতের প্রতি ভালোবাসা বিদ্যমান কতিপয় আ’মল তথা একটি দোয়া শিখিয়েছেন৷ এই দো’য়া ফজরের পর পাঠ করে যদি কোন ব্যক্তি ঐ দিনে অর্থাৎ মাগরিবের আগে মারা যায় আর কেও যদি মাগরিবের নামাজের পর পাঠ করে ফজরের আগে মারা যায় তাহলে ঐ ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবেনা৷ অমূল্য ফজিলতে ভরপুর দো’য়াটি নিম্নরুপঃ-
’اللهم أجرني من النار‘
উচ্চারণ:- ‘আল্লাহুম্মা আজিরনি মিনান্নার।’
অর্থাৎ, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো।
উপর্যুক্ত দো’য়া পাঠের ফজিলত বর্ণনা করা সহিহ হাদিসটি হলোঃ- রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
❝যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর সাতবার নিম্নের দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে।❞
[আবু দাউদঃ৫০৭৯]
সন্দেহাতীত মৃত্যু অবধারিত, নিশ্চিত। তবে মৃত্যুর সময়, তারিখ, অবস্থা সম্পর্কে অজ্ঞাত সবাই। পূর্ণ শারিরীক সুস্থতা থাকা বিদ্যমান কোন ব্যক্তি আল্লাহর হুকুমে যে কোন সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে। যে কোন সময় ঘটে যাওয়া মৃত্যু হতে পারে জান্নাতি মৃত্যু এই আ’মলের মাধ্যমে। রুটিনমাফিক এই আ’মল বাস্তবায়নের জন্য সময়ের প্রয়োজন প্রতিদিন মাত্র ৩/৪ মিনিট। ভাবুন তো! মাত্র ৩/৪ মিনিট সময় আপনাকে জাহান্নাম থেকে অনেক দূরে সড়িয়ে দিচ্ছে।
সুবহানাল্লাহিল আ’জিম৷
ফুটনোট :- আরবি প্রতিলিপির বাংলা উচ্চারণ না করে সরাসরি আরবি পাঠ করার চেষ্টা করুন৷ একান্ত না পারলে অন্য কথা..। কেননা— অনেক সময়ই আরবি হরফের সঠিক উচ্চারণ বাংলা বর্ণ দিয়ে প্রকাশ করা যায়না৷