জায়নামায খালি বিছিয়ে রাখলে কি হয়
অনেকে এই বলে জায়নামায বিছিয়ে রাখতে নিষেধ করে, জায়নামায বিছিয়ে রাখলে নাকি শয়তান নামায পড়ে ফেলে, এটা কি সত্য? বা “জায়নামাজ খোলা রাখা যায় না” এই কথাটি কি সঠিক?
না, কথাটি ঠিক নয়। এটি একটি ভুল কথা। আমার জানা মতে কুরআন বা হাদীসে এমন কোনো বর্ণনা নেই।
যৌক্তিক দৃষ্টিতেও বিষয়টি যুক্তিসঙ্গত মনে হয় না। কারণ, শয়তান আল্লাহর চরম অবাধ্য। কখনো সে নামায পড়বে না। সৃষ্টির আদীতে শয়তান আল্লাহর সিজদার আদেশে অমান্য করেছে। এখন সুযোগ পেলে শয়তান সিজদা করে ফেলবে, এমন আশা করা যায় না।
কুরআন মাজীদে এসেছে, নামায অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। আর শয়তান মন্দ ও অশ্লীল কাজের আদেশ করে। আল্লাহ বলেন :
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ
শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার হুকুম করে…
(সূরা বাকারাহ ; ২৬৮)
তা ছাড়া, শয়তান জায়নামায বিছিয়ে রাখার কারণে নামায পড়ে ফেলে, তাতে অসুবিধা কোথায়?
এটা তো ভালো কথা। শয়তান ভালো হয়ে গেল, তাই না?
হাঁ, এটা বলা যেতে পারে, জায়নামায বিছিয়ে রাখার কারণে পা দিয়ে তা মাড়ানো হবে। এতে শয়তান নামাজীকে ওয়াসওয়াসার দেওয়ার সুযোগ পাবে যে, হয় তো এতে নাপাক পড়েছে।
আল্লাহু আ’লাম।