জান্নাতের একটি রুম বুকিং করুন

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “জান্নাতের এমন রুম আছে, যেগুলোর ভেতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভেতর।” আবু মূসা আশআরী (রাদিয়াল্লাহু আনহু) জিজ্ঞেস করলেন, “রুমগুলো কাদের জন্য?”
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জবাব দিলেন:

যারা নম্রভাবে কথা বলে
ক্ষুধার্তকে খাওয়ায়
রাতে অন্যরা যখন ঘুমিয়ে থাকে, তারা তখন নামাজ পড়ে। [মুসনাদে আহমাদ: ৬৪৩৬]

আরেকটি হাদীসে আরেক গুণের কথা আছে:

যারা সর্বদা রোজা রাখে।
[জামে আত-তিরমিজি: ১৯৮৪]

ইমাম ইবনে রজব হাম্বলী (রাহিমাহুল্লাহ) বলেন,
“হাদীসে উল্লেখিত আমলগুলো মানষ সবচেয়ে বেশি করে রামাদ্বান মাসে।”

রামাদ্বান হলো একটি ট্রেনিং প্রোগ্রাম। এই মাসে আপনি এই আমলগুলো ঠিকমতো করতে পারলে, সারাবছর করাটা আরো সহজ হবে। জান্নাতে একটি রুম বুকিং দেবার জন্য আজই আমরা আমলগুলো শুরু করে দিই।

পরিবর্তনের রামাদ্বান (সপ্তম পর্ব)

লিখেছেন

আরিফুল ইসলাম (আরিফ)

পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার কলম তাকে উজ্জীবিত করেছে স্বীয় বিশ্বাসের প্রাণশক্তি থেকে।
অনলাইন এক্টিভিস্ট, ভালোবাসেন সত্য উন্মোচন করতে এবং উন্মোচিত সত্যকে মানুষের কাছে তুলে ধরতে।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার কলম তাকে উজ্জীবিত করেছে স্বীয় বিশ্বাসের প্রাণশক্তি থেকে।
অনলাইন এক্টিভিস্ট, ভালোবাসেন সত্য উন্মোচন করতে এবং উন্মোচিত সত্যকে মানুষের কাছে তুলে ধরতে।

Exit mobile version