জানাযায় হাজিরা দিও নতুন বাংলা গজলটি গেয়েছেন ক্বারি আবু রায়হান এবং এই সুন্দর গজলটি লিখেছেন আব্দুস সামাদ। ক্বারি আবু রায়হান এর গলায় সকল গজল এক সাথে এইখানে ঘুরে দেখতে পারেন।
Song : Janazay Hajira Dio
Singer : Qari Abu Rayhan
Lyric : Abdus Samad
Tune : Ahmod Abdullah
Record Label : Holy Tune Studio
Recordist : Abir Hasan
Sound Design : Khizir Muhammad
Video Director : Bonie Amin
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
আমার বিদায় হবে যেদিন
দেখবো না তোমাদের কান্না
আমায় আপন ভেবে সেদিন
হাসবে না প্রণয়ের ঝর্ণা
ওগো বন্ধু
প্রাণের প্রিয়
জানাযায় হাজিরা দিও
জানাযায় হাজিরা দিও
জানাযায় হাজিরা দিও
আসলে মরণ
করবো বরণ সকাল দুপুর রাতে
আমার দেহ তুলে দিবে
কবরের পালকিতে
মরার আগে হৃদয় ভরে
সালাম জেনে নিও
ওগো বন্ধু
প্রাণের প্রিয়
জানাযায় হাজিরা দিও
জানাযায় হাজিরা দিও
জানাযায় হাজিরা দিও
ভুল গনিতে
জীবন যাপন
ভুল নদীতে সাগর
মোহ ছেড়ে দাও পড়ে দাও
আমায় সাদা কাপড়
পথে পথে
স্মৃতির খোড়া
বিদায় নিলাম প্রিয়
ওগো বন্ধু
প্রাণের প্রিয়
জানাযায় হাজিরা দিও
জানাযায় হাজিরা দিও
জানাযায় হাজিরা দিও