আমি একজন মোবাইল রিচার্জ ফ্লেক্সিলোড ব্যবসায়ী। আমি ইতিকাফে বসতে চাই। যেহেতু মোবাইলে ব্যবসার সাথে জড়িত তাই রিচার্জ এবং মোবাইলের বিভিন্ন টাকার জন্য বিভিন্ন লোক আমাকে দিন-রাতের বিভিন্ন সময়ে ফোন করতে থাকে। আমি জানতে চাই, আমি কি ইতিকাফের সময় মোবাইল রিচার্জ এবং অন্যান্য অনলাইন ব্যবসা করতে পারব কি না?
মসজিদ আল্লাহর ঘর। এটি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে। ইতিকাফ অবস্থায় এটাতো আরো বেশি নিন্দনীয় কাজ। তাই ইতিকাফ অবস্থায় সব ধরনের মোবাইল রিচার্জ বা অন্যন্য যাবতীয় অনলাইন ব্যবসা করা যাবে না।
—ফাতাওয়া খানিয়া ১/২২২; আত্তাজনিস ওয়াল মাজিদ ২/৪৪৪; আলজাওহারা তুন নাইরাহ ১/১৮৯; আল বাহরুর রায়েক 2/303 ‘আদ দুররুল মুখতার 2/448