Q/A
ইতেকাফ অবস্থায় কি অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারব কি
আমি একজন মোবাইল রিচার্জ ফ্লেক্সিলোড ব্যবসায়ী। আমি ইতিকাফে বসতে চাই। যেহেতু মোবাইলে ব্যবসার সাথে জড়িত তাই রিচার্জ এবং মোবাইলের বিভিন্ন টাকার জন্য বিভিন্ন লোক আমাকে দিন-রাতের বিভিন্ন সময়ে ফোন করতে থাকে। আমি জানতে চাই, আমি কি ইতিকাফের সময় মোবাইল রিচার্জ এবং অন্যান্য অনলাইন ব্যবসা করতে পারব কি না?
মসজিদ আল্লাহর ঘর। এটি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে। ইতিকাফ অবস্থায় এটাতো আরো বেশি নিন্দনীয় কাজ। তাই ইতিকাফ অবস্থায় সব ধরনের মোবাইল রিচার্জ বা অন্যন্য যাবতীয় অনলাইন ব্যবসা করা যাবে না।
—ফাতাওয়া খানিয়া ১/২২২; আত্তাজনিস ওয়াল মাজিদ ২/৪৪৪; আলজাওহারা তুন নাইরাহ ১/১৮৯; আল বাহরুর রায়েক 2/303 ‘আদ দুররুল মুখতার 2/448