একমাত্র আল-ক্বাদিরই আপনাকে প্রতিটি প্রতিকূলতা থেকে সম্পূর্ণরূপে মুক্তি দিতে সক্ষম। রাসুল (ﷺ) বলেছেন,
‘যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সর্ব প্রকার বিপদাপদ হতে মুক্ত করবেন, এবং সব রকম দুশ্চিন্তা হতে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান হতে রিযিকের ব্যবস্থা করবেন, যা সে কল্পনাও করতে পারেন না।
[আবু দাউদ]।
তাই আপনার ইস্তিগফার (ক্ষমা চাওয়া) বৃদ্ধি করুন এবং ক্রমাগত আস্তাগফিরুল্লাহ বলুন।
Source: understandQuran