ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমুআর নামাজের ইমাম ছিলেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমুআর নামাজ পড়ার পূর্বে সাহাবীরা জুমুআর নামাজ পড়েন।
রাসূলুল্লাহ তখন মক্কায়, অনেক সাহাবী তখন মদীনায়। মদীনায় তারা জুমুআর নামাজ পড়েন, সেই নামাজের ইমামতি করেন আসআদ ইবনে জুরারা।
মুসল্লি ছিলেন মাত্র ৪০ জন।
এর কয়েক মাস পর রাসূলুল্লাহ যখন হিজরত করেন, তিনি যাত্রাপথে প্রথমবারের মতো জুমুআর নামাজ পড়েন।
সুনানে আবু দাউদ: ১০৬৯
আসআদ ইবনে জুরারাহ (রা.) সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, তিনি খাযরাজ গোত্রের আনসারদের মধ্যে সর্বপ্রথম ইসলামগ্রহণকারী।