ইসলামে পা ছুঁয়ে সালাম করা কি জায়েজ

সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে (সালামের উদ্দেশ্যে নয়) কারো পায়ে স্পর্শ করা কি বৈধ?
আর যাকে সম্মান দেখানোর উদ্দেশ্যে এটা করা হচ্ছে এতে যদি তার সম্মতি থাকে তাহলে যে পা স্পর্শ করল আর যে এর সম্মতি দিল উভয়ের কি গুনাহ হবে?

হিন্দু সম্প্রদায়, বিদআতি এবং একশ্রেণীর মূর্খ মুসলিম বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এবং মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করে বা এভাবে তার প্রতি সম্মান বা অভিবাদন প্রদর্শন করে। ইসলামের দৃষ্টিতে এটি একটি অপসংস্কৃতি ও হারাম কাজ। মোটকথা কাউকে ‘সম্মান প্রদর্শন’ এর উদ্দেশ্যে হোক আর ‘সালাম’ করার উদ্দেশ্যে হোক এভাবে পা ছুঁয়া বৈধ হবে না-যদিও যার পা স্পর্শ করা হয় সে তাতে রাজি থাকে। এ ক্ষেত্রে এতে উভয়েই গুনাগার হবে।
কারণ এটি অমুসলিম আর বেদআতি মূর্খদের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ। তাছাড়া আপনার নিয়ত যাই থাকুক না কেন যারা দেখবে তারা এই কাজ থেকে অপসংস্কৃতির শিক্ষা পাবে। সুতরাং এ কাজটি বর্জনীয়।

ইসলামের দৃষ্টিতে সালাম, সম্মান ও অভিবাদন প্রকাশের রীতি:

ইসলামি দৃষ্টিতে সম্মান, অভিবাদন আর ভালবাসা প্রকাশের জন্য যে সকল উপায় অনুমোদিত সেগুলো আমাদের জন্য যথেষ্ট। যেমন সালাম, মুসাফাহা, মুআনাকা, শরীয়ত অনুমোদন দেয় এমন ব্যক্তিদের কপালে চুম্বন ইত্যাদি।
আল্লাহু আলাম।

Exit mobile version