ইসলামে মেহেদি ব্যবহার

মেহেদি বা এর রঙের ব্যবহার নিয়ে আমাদের সমাজে নানা রকম ধারণা রয়েছে। কেউ কেউ মনে করেন পায়ে মেহেদি লাগানো যাবে না। এটি একটি ভুল ধারণা। ইসলাম নারীদের মেহেদি ব্যবহারের সম্পূর্ণ অনুমতি দেয়। শুধু তাই নয়, ইসলাম স্ত্রীকে স্বামীর খুশির জন্য সাজতে উৎসাহিত করে।
ইসলামি শরিয়তের বিধান হলো নারীদের জন্য তাদের সর্বাঙ্গে মেহেদি ব্যাবহার করা জায়েজ।
কিন্তু পুরুষের ক্ষেত্রে শুধুমাত্র চুল ও দাড়ি ব্যাতিত অন্য কোন অঙ্গে মেহেদি ব্যাবহার করা জায়েজ নেই।1

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, পুরুষের সুগন্ধি এমন হবে, যার ঘ্রাণ প্রকাশ পায় এবং রং গোপন থাকে। আর নারীর সুগন্ধি এমন হবে, যার রং প্রকাশ পায় কিন্তু ঘ্রাণ গোপন থাকে।2

  1. রদ্দুল মুহতার : ৬/৪২২ ↩︎
  2. সুনানে তিরমিজি, হাদিস : ২৭৮৭ ↩︎
Exit mobile version