ইসলামের দৃষ্টিতে মেডিটেশন করা কি জায়েজ
মেডিটেশন করা ইসলামের দৃষ্টিতে কি জায়েজ আছে, বিশেষ করে এখন যে পদ্ধতিতে মেডিটেশন করা হয় সেটার বিধান কি।
আজ মেডিটেশনের যে কালচার বা সংস্কৃতি দেখতে পাচ্ছি, এই মেডিটেশন এর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামীন কুরআনের বহু জায়গায় তাদাব্বুর করার নির্দেশ দিয়েছেন, তাফাক্কুর করার নির্দেশ দিয়েছেন।
তাদাব্বুর তাফাক্কুর মানে হলো চিন্তা করা, ভাবা, গবেষণা করা আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব দেখে অনুমান করা ধারনা নেয়া এবং আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করা। এ ধরনের গবেষণা করা আল্লাহ রব্বুল আলামীন আমাদের নির্দেশ করেছেন। কিন্তু মেডিটেশনের নামে যে সমস্ত ধ্যান এর কথা বলা হয়ে থাকে এগুলো যোগ ব্যায়ামের একটা ভিন্ন ফরম্যাট দাঁড় করানোর অপচেষ্টা করা হয়ে থাকে, এটার জন্য নানা ধরনের উদ্যোগ সংশ্লিষ্টরা নিয়েছেন এবং এ বিষয়ে সমস্ত বই পুস্তক আমরা সংগ্রহ করেছি ইতোমধ্যে, ইনশাল্লাহ এ বিষয়ে পড়াশোনা করে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারব।
তবে যেটুকু আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি, তা হল এ ধরনের মেডিটেশনের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এগুলো ধীরে ধীরে মানুষকে বরং ইসলাম থেকে অত্যন্ত কৌশলে বের করে ফেলে এবং যোগব্যায়াম কে ভিন্ন ভাবে বিভিন্ন ফরমেটে মানুষকে গিলানোর চেষ্টা করা হয় এগুলোকে আপাতত দৃষ্টিতে অনেকে উপকার পেয়ে থাকেন।
কুফরি এবং অনসলামিক অনেক পদ্ধতিতে মানুষ খুব দ্রুত উপকার লাভ করে। এটা আল্লাহতালার অনেক বড় পরীক্ষা যে মানুষ ভুল পথে চলে যান কিনা।
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহর পথে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন যা বলেছেন সেগুলো স্পষ্ট কোরআন হাদিসে রয়েছে তৌফিক দান করুন।