আন্তর্জাতিক বাঁহাতি দিবস

আমাদের আশেপাশে অনেক বাঁহাতি আছেন। বাম হাতে ব্যাটিং করেন, লেখালেখি করেন, বাম পায়ে ফুটবল খেলেন, কোনো ভারী কাজ করতে গেলে বাম হাতে করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
ক্রিকেট-ফুটবলের কারণে আমরা সহজেই বুঝতে পারি মেসি, ওজিল, মুহাম্মদ সালাহ, ডি মারিয়া বাঁপায়ী, সাকিব, তামিম, ক্রিস গেইল, ব্রায়ান লারা, ওয়ার্নার, মঈন আলী বাঁহাতি।

১৩ আগস্ট, ইন্টারন্যাশনাল লেফট হ্যান্ডারস ডে। আন্তর্জাতিক বাঁহাতিদের দিবস। দিনটি নিয়ে পড়তে গিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য মনে পড়লো।

মুসলিম ইতিহাসে বিখ্যাত খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাঁহাতি। উমর রাদিয়াল্লাহু আনহুর লাঠির ঘটনা আমরা পড়েছি, তরবারির আঘাতের কথা পড়েছি। তাঁর শক্তিশালী হাত ছিলো বাম হাত। তিনি লাঠি ধরে থাকলে বাম হাতে ধরতেন, কোনো ভারী কাজ করলে অন্যান্য বাঁহাতিদের মতো বাম হাতে করতেন।

এখানে আরেকটি বিষয় বলে নেয়া ভালো। যাদের আইকিউ আছে, তারা এটা বুঝবেন। লো আইকিউওয়ালারা আকাশ থেকে পড়তে পারেন।

ইসলামে অনেক কাজ আছে, যেগুলো ডানহাতে করার জন্য উৎসাহ দেয়া হয়েছে, আদেশ দেয়া হয়েছে। যেমন: খাবার খাওয়া, কোনো কাজ শুরু করা।
আবার কিছু কাজ আছে যা বাম হাতে করতে বলা হয়েছে। যেমন: টয়লেটের কাজ।

তাহলে কি উমর রাদিয়াল্লাহু আনহু বাম হাতে খাবার খেতেন?
মোটেও না। আমরা যারা ডান হাতি, আমরা যেমন টয়লেটের কাজ ডান হাতে করি না, তেমনি বাঁহাতিরাও বাম হাতে খাবার খায় না। আপনার আশেপাশে দেখতে পারেন।
তথ্যসূত্র:
আল্লামা ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া: ১০/১৯৩

লিখেছেন

আরিফুল ইসলাম (আরিফ)

পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার কলম তাকে উজ্জীবিত করেছে স্বীয় বিশ্বাসের প্রাণশক্তি থেকে।
অনলাইন এক্টিভিস্ট, ভালোবাসেন সত্য উন্মোচন করতে এবং উন্মোচিত সত্যকে মানুষের কাছে তুলে ধরতে।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার কলম তাকে উজ্জীবিত করেছে স্বীয় বিশ্বাসের প্রাণশক্তি থেকে।
অনলাইন এক্টিভিস্ট, ভালোবাসেন সত্য উন্মোচন করতে এবং উন্মোচিত সত্যকে মানুষের কাছে তুলে ধরতে।

Exit mobile version