Imaner Pothe Bangla Gojol Lyrics যে গান আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে ঈমানের পথে অবিচলকথা: আবু তাহের বেলাল ঈমানের পথে অবিচল থেকেআমার মরণ যেন হয়প্রতিদিন মিথ্যের মুখোমুখি হইবেদীন ফাসেকেরা করে হইচই।।আযাযিল এসে গোমরাহী সুর গানকরে তোলে মোহময়ঈমানের পথে অবিচল থেকেআমার মরণ যেন হয়আঁধারের দুর্গম আঁকা বাঁকা পথভ্রান্তিতে পূর্ণ যত মতামত।।কখনো হঠাৎ নফসের তাড়নায়লাগে সুন্দর মনোময়ঈমানের পথে অবিচল থেকেআমার মরণ যেন হয়প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাকঅবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক।।ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমাস্বপ্ন জাগাও মধুময়ঈমানের পথে অবিচল থেকেআমার মরণ যেন হয়তোমারই কাছে মিনতি আমার।মহা-মহিম দয়াময়ঈমানের পথে অবিচল থেকেআমার মরণ যেন হয় https://www.dailymotion.com/video/x9581a8 Related Articles Beiman Abu Ubayda Bangla Lyrics Beiman By Abu Ubayda Bangla gozol Lyrics Fazar By Gazi Anas Rawshan Bangla Gozol Lyrics