Video
Imaner Pothe Bangla Gojol Lyrics
যে গান আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে ঈমানের পথে অবিচল
কথা: আবু তাহের বেলাল
ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই
বেদীন ফাসেকেরা করে হইচই।।
আযাযিল এসে গোমরাহী সুর গান
করে তোলে মোহময়
ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
আঁধারের দুর্গম আঁকা বাঁকা পথ
ভ্রান্তিতে পূর্ণ যত মতামত।।
কখনো হঠাৎ নফসের তাড়নায়
লাগে সুন্দর মনোময়
ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক
অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক।।
ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা
স্বপ্ন জাগাও মধুময়
ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
তোমারই কাছে মিনতি আমার।
মহা-মহিম দয়াময়
ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়