হক্কানিয়্যাতের অহমিকা!!

রাসূলুল্লাহ ﷺ বলেন,
من قال : أنا في النار فهو مؤمن ، ومن قال : أنا في الجنة فهو في النار ، ومن قال : أنا مؤمن حقا فهو كافر حقا
‘‘যে ব্যক্তি ( নিজের পাপ ও ত্রুটি-বিচ্যুতিগুলো স্মরণ করত আল্লাহ তা‘আলার ভয়ে সন্ত্রস্ত হয়ে) বলে যে, আমি জাহান্নামেরই উপযোগী, সে-ই প্রকৃত মুমিন।

পক্ষান্তরে যে ব্যক্তি (নিজের ঈমান ও আমলের ওপর আত্মতৃপ্ত হয়ে) বলে যে, আমি জান্নাতী, সে জাহান্নামেই যাবে।

আর যে ব্যক্তি ( নিজের ঈমান ও আমলের ওপর সন্তুষ্ট হয়ে অহঙ্কারবশত) দাবি করে যে, আমি একজন হক্কানী, সত্যিকার মুমিন, সে প্রকৃতপক্ষে কাফিরই।”

(তাবারী, তাহযীবুল আছার, হা. নং: ২০২১)

লিখেছেন

ড. আহমদ আলী

প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ,
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

Visit all other posts by this author

প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ,
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

Exit mobile version