Writing

হক্কানিয়্যাতের অহমিকা!!

রাসূলুল্লাহ ﷺ বলেন,
من قال : أنا في النار فهو مؤمن ، ومن قال : أنا في الجنة فهو في النار ، ومن قال : أنا مؤمن حقا فهو كافر حقا
‘‘যে ব্যক্তি ( নিজের পাপ ও ত্রুটি-বিচ্যুতিগুলো স্মরণ করত আল্লাহ তা‘আলার ভয়ে সন্ত্রস্ত হয়ে) বলে যে, আমি জাহান্নামেরই উপযোগী, সে-ই প্রকৃত মুমিন।

পক্ষান্তরে যে ব্যক্তি (নিজের ঈমান ও আমলের ওপর আত্মতৃপ্ত হয়ে) বলে যে, আমি জান্নাতী, সে জাহান্নামেই যাবে।

আর যে ব্যক্তি ( নিজের ঈমান ও আমলের ওপর সন্তুষ্ট হয়ে অহঙ্কারবশত) দাবি করে যে, আমি একজন হক্কানী, সত্যিকার মুমিন, সে প্রকৃতপক্ষে কাফিরই।”

(তাবারী, তাহযীবুল আছার, হা. নং: ২০২১)

লিখেছেন

Picture of ড. আহমদ আলী

ড. আহমদ আলী

প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ,
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

Visit all other posts by this author

প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ,
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture