শবে কদর নিয়ে নতুন গজল হাজার মাসের সৌরভ, গজলটি গেয়েছেন মোঃ জাহিদুল ইসলাম পরিবেশনায় সাইমুম শিল্পীগোষ্ঠী।
গান: হাজার মাসের সৌরভ
কথা: বিলাল হোসাইন নূরী
সুর: মোঃ জাহিদুল ইসলাম
শিল্পী: রাআদ ইজামা
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী
হাজার মাসের ইবাদাতে যত
সৌরভ মিশে আছে
তারচেয়ে বেশি সৌরভ পাবে
একটি রাতের কাছে।
সে রাতের নাম কদরের রাত—
পরম আবেগে আরশের পথে
তোলো দুই হাত॥
কুরআন এলো যে রাতের খামে
রহমান থেকে রাসূলের নামে।
সাত আসমান আলোকিত হলো
কেটে জুলমাত॥
জিবরীল আসে পৃথিবীর বুকে
আসে ফেরেশতাকুল
মহান রবের আদেশে বিলায়
আতর আতর ফুল।
সে ফুলের নাম প্রেমের গোলাপ—
হৃদয়-ভেজানো অজুর পানিতে
ধুয়ে নাও পাপ!
সাঁঝবেলা থেকে ফজর অবধি
যে রাত শীতল সালামের নদী।
খুশির দোলায় দুলে ওঠে তাই
কুল কায়েনাত।।