শবে কদর নিয়ে নতুন গজল হাজার মাসের সৌরভ, গজলটি গেয়েছেন মোঃ জাহিদুল ইসলাম পরিবেশনায় সাইমুম শিল্পীগোষ্ঠী। গান: হাজার মাসের সৌরভকথা: বিলাল হোসাইন নূরীসুর: মোঃ জাহিদুল ইসলামশিল্পী: রাআদ ইজামাপরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী হাজার মাসের ইবাদাতে যতসৌরভ মিশে আছেতারচেয়ে বেশি সৌরভ পাবেএকটি রাতের কাছে।সে রাতের নাম কদরের রাত—পরম আবেগে আরশের পথেতোলো দুই হাত॥কুরআন এলো যে রাতের খামেরহমান থেকে রাসূলের নামে।সাত আসমান আলোকিত হলোকেটে জুলমাত॥জিবরীল আসে পৃথিবীর বুকেআসে ফেরেশতাকুলমহান রবের আদেশে বিলায়আতর আতর ফুল।সে ফুলের নাম প্রেমের গোলাপ—হৃদয়-ভেজানো অজুর পানিতেধুয়ে নাও পাপ!সাঁঝবেলা থেকে ফজর অবধিযে রাত শীতল সালামের নদী।খুশির দোলায় দুলে ওঠে তাইকুল কায়েনাত।।