Q/A
গোসল ফরজ থাকা অবস্থায় মুখস্থ কুরআন তিলাওয়াত পড়া যাবে কি
সহবাসের পর গোসল ফরজ থাকা অবস্থায় কি মুখস্থ কুরআন তিলাওয়াত বা কুরআন স্পর্শ না করে দেখে পড়া যাবে?
যার ওপর গোসল ফরয তার জন্য কোরআন পাঠ করা নিষেধ। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا
ঋতুবতী নারী ও জুনুব ব্যক্তি (যার ওপর গোসল ফরয) কোরআনের কিছুই পাঠ করবে না।1
তবে গোসল ফরয অবস্থায় মনে মনে কোরআন পাঠ নিষেধ নয়। কেননা, মনে মনে কোরআন পাঠ করাকে পরিভাষায় ‘তেলাওয়াত বা কেরাত‘ বলা হয় না; বরং পরিভাষায় একে ‘জিকর ও ফিকর’ বলা হয়। যেমন, ইমাম কাসানি রহ. বলেন, القراءة لا تكون إلا بتحريك اللسان بالحروف যবান হরফসহ নড়াচড়া ছাড়া কেরাত হয় না। (বাদায়ে’ ৪/১১৮)
- তিরমিযি ১৩১, ইবনু মাজাহ ৫৯৫ ↩︎