Q/A
গর্ভবতী মহিলাদের কি রোজা রাখা ফরজ
পূর্ণবয়স্ক নারী পুরুষের উপর রমজানের রোজা ফরজ হলেও গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের বিষয়ে একটু বেশী সতর্কতার দরকার রয়েছে। গর্ভবতী নারীর যদি রোযা রাখলে গর্ভস্থ বাচ্চার ক্ষতির আশংকা হয়, বা গর্ভবতী নারী মারাত্মক অসুস্থ্য হয়ে যাওয়ার আশংকা হয়, তাহলে রোযা রাখবে না। বরং রোযা ভাঙ্গা তার জন্য জায়েজ। তবে পরবর্তীতে এর কাযা আদায় করতে হবে।
{ফাতওয়ায়ে রহিমীয়া-৭/২৭০}
আর স্বাভাবিক অবস্থায় গর্ভবতী নারীর জন্যেও রমজানের রোজা রাখা ফরজ।