রমজান মাসে দিনের বেলায় গলা বা নাকে বা কানে মশা বা পোকা প্রবেশ করলে রোজা ভেঙ্গে যাবে কি?
রোজা অবস্থায় মশা, মাছি বা এ জাতীয় কোনো পোকা ভুলবশত গলা, নাক বা কানে প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে না। মুজাহিদ রহ. হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
الرّجُلِ يَدْخُلُ حَلْقَهُ الذّبَابُ، قَالَ: لَا يُفْطِرُ.
কারো গলায় মাছি ঢুকেছে, তিনি বললেনঃ এতে রোজা ভঙ্গ হয় না।
(মুসান্নাফে ইবনে আবী শাইবা : ৯৮৮৬)
আল্লাহই ভালো জানেন