Q/A
অনিচ্ছাকৃতভাবে গলায় মশা-পোকা প্রবেশ করলে রোজা কি নষ্ট হয়ে যাবে
রমজান মাসে দিনের বেলায় গলা বা নাকে বা কানে মশা বা পোকা প্রবেশ করলে রোজা ভেঙ্গে যাবে কি?
রোজা অবস্থায় মশা, মাছি বা এ জাতীয় কোনো পোকা ভুলবশত গলা, নাক বা কানে প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে না। মুজাহিদ রহ. হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
الرّجُلِ يَدْخُلُ حَلْقَهُ الذّبَابُ، قَالَ: لَا يُفْطِرُ.
কারো গলায় মাছি ঢুকেছে, তিনি বললেনঃ এতে রোজা ভঙ্গ হয় না।
(মুসান্নাফে ইবনে আবী শাইবা : ৯৮৮৬)
আল্লাহই ভালো জানেন