প্রচলিত গায়ে হলুদ এটা ইসলামে জায়েজ আছে কিনা

বর্তমান প্রচলিত গায়ে হলুদ যেখানে গোনাহের একটি গোডাউন খোলে বসা হয়। প্রচলিত গায়ে হলুদ কয়েকটি কারনে জায়েজ নেই।

রাসূল (সাঃ) বলেন, ‘যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে’ (আবুদাঊদ হা/৪০৩১; মিশকাত হা/৪৩৪৭)।

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version