Q/A
প্রচলিত গায়ে হলুদ এটা ইসলামে জায়েজ আছে কিনা
বর্তমান প্রচলিত গায়ে হলুদ যেখানে গোনাহের একটি গোডাউন খোলে বসা হয়। প্রচলিত গায়ে হলুদ কয়েকটি কারনে জায়েজ নেই।
- গায়ে হলুদ ইসলামি কোন সংস্কৃতি নয়।
- গায়ে হলুদে বেপর্দাহীনতা প্রকাশ পায়।
- গায়ে হলুদের নামে বর কে অন্য জন গোসল কনে কে অন্য আরেকজন গোসল দেই যেসব ইসলাম সাপোর্ট করেনা।
রাসূল (সাঃ) বলেন, ‘যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে’ (আবুদাঊদ হা/৪০৩১; মিশকাত হা/৪৩৪৭)।