ভুলে ফজর এর পর সেহেরী খেলে কি রোজা হবে

এক ব্যক্তি ঘুম থেকে উঠে সেহেরী খেল। অতঃপর জানতে পারল যে, তাঁর খাওয়াটা ফজরের আযানের পর হয়েছে। সুতরাং তাঁর রোজা কি শুদ্ধ হবে?
আজান সঠিক সময়ে হয়ে থাকলে এবং সে আজান হয়ে গেছে-এ কথা না জানলে তার রোজা শুদ্ধ। কারণ অজান্তে বা ভুলে অনিচ্ছাকৃতভাবে পানাহার করে ফেললে রোজার ক্ষতি হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

مَنْ نَسِيَ وَهُوَ صَائِمٌ فَأَكَلَ أَوْ شَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ
“যে রোজাদার ভুলে গিয়ে পানাহার করে ফেলে, সে যেন তাঁর রোজা পূর্ণ করে নেয়। এ পানাহার তাকে আল্লাহই করিয়েছেন।”
[বুখারি, হা/১৯৩৩, মুসলিম, হা/১১৫৫]

আসমা বিনতে আবী বাকর রা. বলেন,
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে একদা আমরা মেঘলা দিনে ইফতার করলাম। তারপর সূর্য দেখা গেল।”
[বুখারী ১৯৫৯, আবু দাউদ ২৩৫৯, ইবনে মাজাহ ১৬৭৪ নং]

এই অবস্থায় রোজা কাজা করার নির্দেশ দেওয়া হয়নি। তার মানে রোজা শুদ্ধ।

Exit mobile version