ফিতরা মানে কি
আবরার এসে জিজ্ঞেস করছে, আব্বা ফিতরা মানে কি?
প্রশ্নটা মনে হয় আমাদের অনেকেরই, তাই লিখা।
ফিতরার ফুল ফর্ম হলো, “সাদাকাতুল ফিতর“, যা এসেছে ফ-ত-র রুট থেকে।
ফ-ত-র মানে হলো ন্যাচারাল বিহেভিয়ার বা প্রবৃত্তি, অর্থাৎ খিদে লাগলে খাবার খাওয়া কিংবা কিংবা ললনা হেঁটে গেলে বুকে চাপ অনুভব করা, এ হলো প্রবৃত্তি।
এই মাসে আমরা আমাদের ফিতরা বা প্রবৃত্তি কে বশে আনার চেষ্টা করেছি, ফ-ত-র এর আরেকটি অর্থ হলো “সমাপ্ত করা”।
তাইতো সিয়াম ভাঙার বিষয়টাকে আমরা ই-ফ-ত-র বলে থাকি অর্থাৎ সিয়ামকে সমাপ্ত করা এবং আমরা যে সারা মাস নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করলাম, এই বিষয়টার সমাপ্তি জন্য আমাদের কে যে রিওয়ার্ড দেয়া হবে সেই রিওয়ার্ড নেয়ার খুশির দিনটাই হলো “ঈদ উল ফিতর“।
এই খুশির দিনে কাউকে যেন কারো কাছে হাত পাততে না হয়, সবাই যেন আমরা একসাথে সেলিব্রেট করতে পারি, এই জন্যই কিন্তু এই সাদাকাতুল ফিতরের ইন্ট্রোডাকশন কথা আসে ২০২৫ সালের ফিতরা কত?
এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরিবারে ৫ জন থাকলে হয়ত ৫৫০ টাকা দিলে আদায় হয়ে যাবে কিন্তু এই জমানায় কোন পরিবার ৫৫০ টাকা দিয়ে চলতে পারে?
ফিতরার ইতিহাস টা একটু বুঝা দরকার।
রাসূলুল্লাহ বলেছিলেন:
“তোমরা এক সা পরিমাণ খাদ্য সাদাকাতুল ফিতরে দাও”
এক সা হলো ৪ মাদ এবং এক মাদ হলো দু হাত গোল করে যতটুকু খাদ্য ধারণ করা যায় তা, সেই হিসেবে এক মাদ হলো প্রায় ৬৫০ গ্রাম এবং এক সা হলো প্রায় ২৬০০ গ্রাম।
তখনকার দিনে খাদ্য বলতে ছিল, জব, কিশমিশ, পনির ও খেজুর, পরবর্তীতে যোগ হয় আটা।
একটা সময় গিয়ে দেখা যায়, আটার উৎপাদন কমে গিয়েছে, তাই আটার মূল্যস্ফীতি দেখা দেয়, বাজার ঘেটে দেখা যায়, পৌনে দুই কেজি আটার দামই, এক সা পরিমাণ খেজুরের সমান।
তবে এখন চিত্র ভিন্ন, আটার উৎপাদন প্রচুর তাইতো পৌনে দুই কেজি আটার মূল্য হলো এখন মাত্র ১১০ টাকা।
আর আমরা সুবিধাবাদীরা সেই ১১০ টাকার অফার লুফে ফেতরার এই চমৎকার আইডিয়াটা নষ্ট করছি, ফিতরা যদি দেন এবং যদি সামর্থ্য থাকে তাহলে বলবো, বাজারের সব থেকে ভালো খেজুরের দাম অনুপাতে ফিতরা দিন এবং ১০ জনকে না দিয়ে একজনকে ডেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দেয়ার চেষ্টা করুন।
দিয়ে বলুন, “চাচা! আপনি এবারের ঈদের দিনটা ভালো ভাবে কাটাবেন, আপনাকে যেন কারো কাছে হাত পাততে না দেখি”!
তবেই না ফিতরার অবজেক্টিভ খানা ফুলফিল হলো!
কতই না সুন্দর হতো।
যদি আমরা এভাবে ফিতরা দেয়াটা স্টার্ট করতাম!
ঈদের দিন আর কেউ তাহলে, মানুষের কাছে হাত পাততে না, পাতত কেবল স্রষ্টার কাছেই!