ফিরিয়ে দিওনা রব গজলটি কভার করেছেন মাহমুদ ফয়সাল, ফিরিয়ে দিওনা রব গজলের লিরিক্স।
গান: ফিরিয়ে দিওনা রব
কথা: শফিকুল ইসলাম হামীম
সুর ও কন্ঠ: মাহমুদ ফয়সাল
মুল শিল্পী: মাহবুব রিয়াজ
রেকর্ড,সাউন্ড & মিক্স-মাস্টার: তানভীর খান
গ্রাফিক্স: আরাফাত মাহমুদ
লিরিক ভিডিও সম্পাদনা: আবু সাঈদ খান
মনের আকাশ যদি মেঘে যায় ঢেকে
বুকের আঙিনা ভরে অমানিশা রাত
ফিরিয়ে দিও না রব যাই যদি ডেকে
রহমের ফুলে দিও ভরে দুটি হাত।।
ভ্রান্তির বেড়াজালে পড়ে যদি পাও
গুনার ঢেউয়ে ভাসে হৃদয়ের নাও
পতনের সুর যদি ভেসে আসে কানে
উথানের ছক এঁকো হৃদয় বানে
সেদিনও তোমার দিকে ফিরে যদি চাই
দয়াটুকু যেন পাই ওগো পাক জাত।।
মিথ্যার সাগরেতে ওঠে যদি ঢেউ
তাগুতের পথে ডাকে এসে যদি কেউ
আমি যেন ধরে রাখি হেদায়ার মাঠ
করে যাই অবারিত রহমের পাঠ!
হতাশার কালোমেঘে ঘন হলে মন
বুক যদি নিরাশার করে আয়োজন
জীবনে আসেই যদি আঁধারের রাত
তোমার পরশে মেখো রহমের হাত
সেদিনও তোমার দিকে ফিরে যদি চাই
চোখে দিও আরশের সোনালি প্রভাত।।