ফেরেশতাগণ আল্লাহকে দেখতে পান কি না সৌদি আরবের সাবেক প্রধান মুফতি বিশ্ববরেণ্য আলেম আল্লামা আব্দুল আজিজ বিন বায রাহ. এই প্রশ্নের উত্তরে বলেন,
ا أعرف، ما ورد في هذا شيءٌ عن الله، ولا عن الرسول ﷺ، ولا عن الله في الملائكة، جاء في الحديث الصحيح: أنَّ حجابه النور، لو كشفه لأحرقت سُبُحات وجهه ما انتهى إليه بصرُه من خلقه.
ولا أعلم في شيءٍ من النصوص ما يدل على أنَّ الملائكة ترى الله ، هذا يحتاج إلى دليلٍ من المعصوم عليه الصلاة والسلام في ذلك.
أما المؤمنون والمؤمنات فيرون الله يوم القيامة، وفي الجنة
“আমি জানি না, এ বিষয়ে আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো কিছু বর্ণিত হয়নি। সহিহ হাদিসে এসেছে:
حِجَابُهُ النُّورُ لَوْ كَشَفَهُ لأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ ”
“তাঁর পর্দা হচ্ছে নূর (জ্যোতি)। তিনি তাঁর পর্দা তুলে নিলে তাঁর চেহারার জ্যোতি বা মহিমা তাঁর সৃষ্টির দৃষ্টির সীমা পর্যন্ত সব কিছু ভস্মীভূত করে দিত।” [সহিহ মুসলিম]
আমি এমন কোনও দলিল পাইনি যা দ্বারা প্রমাণিত হয়ে যে, ফেরেশতাগণ আল্লাহকে দেখতে পান। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সুস্পষ্ট হাদিস থাকা প্রয়োজন। তবে মুমিনগণ কিয়ামতের দিন জান্নাতে তাঁকে দেখবেন।” [binbaz]
আল্লাহু আলাম।